Logo

কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, গুজব ছড়ানো হচ্ছে: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:০৬
21Shares
কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, গুজব ছড়ানো হচ্ছে: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন নির্বাচনের জন্য এখনো কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করেছেন, কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মনগড়া তালিকা নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, কিছু চক্র বিএনপিকে কলঙ্কিত করার উদ্দেশ্যে এই ধরনের গুজব ছড়াচ্ছে। তার মতে, এই অপপ্রচারে কিছু গণমাধ্যমও ব্যবহার করা হচ্ছে।

রিজভী আরও বলেন, বিএনপি নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এবং দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। তিনি স্মরণ করিয়ে দেন, পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।

বিজ্ঞাপন

শেষে তিনি দলের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “জনগণকে বিরক্ত করা কোনো কর্মকাণ্ডে জড়াবেন না। যদি আমরা জনগণের পাশে থাকি, ধানের শীষের প্রতি মানুষের আস্থা অব্যাহত থাকবে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, গুজব ছড়ানো হচ্ছে: রিজভী