Logo

ইউনূস সরকারকে ‘ব্যর্থ’ দাবি করলেন রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৩
11Shares
ইউনূস সরকারকে ‘ব্যর্থ’ দাবি করলেন রাশেদ খান
ছবি: প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ ও গালিগালাজের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এনসিপি নেতারা।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন রাজনৈতিক মহল।

আখতার হোসেনের ওপর হামলাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইভাবে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, এ ধরনের ঘটনা ঘটতে পারে—তা তিনি আগেই জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি সমালোচনা করেছেন জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের, যারা নিজেদের সুরক্ষার জন্য তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়েছেন বলে মন্তব্য করেছেন।

ফেসবুকে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জাতিসংঘ সফরে ৩টা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রটেকশনের স্বার্থে নিয়ে গেছেন।’

পরের দিন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৫ মিনিটে দেওয়া আরেক পোস্টে তিনি ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে বলেন, এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে এবং এমনকি ড. ইউনূস শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন বলেও অভিযোগ তোলেন।

বিজ্ঞাপন

তিনি লেখেন, ‘যখন কেউ এই সরকারকে সমালোচনা করছিল না, তখন আমি করেছি। সে কারণে সরকারের উপদেষ্টাদের বিরাগভাজন হয়েছি, হুমকিও পেয়েছি। আমাদের দলের নেতারাও আমাকে কটাক্ষ করেছে। কিন্তু আজ প্রমাণ হলো, আমি ভুল বলিনি। উপদেষ্টা পরিষদের অনেককে আমি দীর্ঘদিন ধরে চিনি, তারা কতটুকু কী করতে পারবেন, তা অনুমেয় ছিল।’

সরকারকে দীর্ঘমেয়াদি করার প্রচেষ্টার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমি বারবার বলেছি, এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে। এমনও বলেছি, অবস্থা দেখে মনে হচ্ছে ড. ইউনূস হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন। অথচ আপনারা সংস্কার-সংস্কার আর বিচার-বিচার করে সরকারকে টিকিয়ে রাখতে চেয়েছেন। কিন্তু এই সরকার আমাদের ন্যূনতম নিরাপত্তাও দিতে পারেনি।’

বিজ্ঞাপন

সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রসঙ্গ টেনে রাশেদ খান প্রশ্ন করেন, ‘এখন কেন চান না সরকার ৫ বছর থাকুক? এই সরকারের দুর্বল নিরাপত্তাবলয়ের কারণে লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের সামলানো যায়নি, বরং শক্তি সঞ্চয় করেছে। নির্বাচনের আগে তারা গুপ্তহত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমাবাজির পরিকল্পনা করছে। ক্ষমতার মোহে লিপ্ত হবেন নাকি লীগকে প্রতিহত করবেন—সিদ্ধান্ত আপনাদের।’

শেষে তিনি মন্তব্য করেন, ‘আমরা দেশে-বিদেশে কেউই নিরাপদ নই। নিরাপদ মাতৃভূমি গড়তে ব্যর্থ হয়েছে ড. মুহাম্মদ ইউনূস সরকার।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD