Logo

‘আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৩৯
8Shares
‘আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই’
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনা বা রাজনৈতিকভাবে পুনর্বাসনের কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে জরুরি ভিত্তিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি গ্রহণ করে থাকে, তবে তা তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আমরা বিএনপিকে আহ্বান জানাই, আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতির বদলে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করুন। এতে তারা তরুণ সমাজের সমর্থন পাবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “একদিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, অন্যদিকে দেশের কিছু রাজনীতিবিদ তাদের নির্বাচনে আনার চেষ্টা করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কোনো সুযোগ নেই। যারা এমন চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে এবং তাদের রাজনীতি বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে।”

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “৩৬ জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতা তাদের রায়ে স্পষ্ট করেছে—আওয়ামী লীগ ও মুজিববাদীদের জন্য আর কোনো রাজনীতি থাকবে না। তাদের করা অপকর্মের বিচার অবশ্যই হতে হবে।”

সব রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে আওয়ামী লীগ ও মুজিববাদ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচারের মাধ্যমে তাদের রাজনৈতিক পরিণতি নির্ধারণ করতে হবে। আওয়ামী লীগের পুনর্বাসন কিংবা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র—এসব আমাদের সবাইকে মিলে রুখে দিতে হবে।”

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করে সন্ত্রাসী আওয়ামী লীগ বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। এর আগে গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হত্যার নীলনকশা অনুযায়ী হামলা হয়েছে। উপদেষ্টা গণঅভ্যুত্থানের নেতা মাহফুজ আলম লন্ডন-আমেরিকা সফরে গেলে তার ওপর হামলার চেষ্টা চালানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে তিনটি দলের নেতারা অংশ নিলে, এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আমাদের সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপি নেত্রী ড. তাসনিম জারাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সবই প্রমাণ করে, ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও হামলার অপচেষ্টা চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “মাহফুজ আলমের ওপর আক্রমণের সময়ও আমরা বলেছিলাম—গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করা হচ্ছে। এসব ঘটনায় প্রশাসনের কিছু কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে। ভেতর থেকে তথ্য ফাঁস হওয়ার কারণেই এসব হামলা সম্ভব হচ্ছে। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, তাই এ ধরনের ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

বিজ্ঞাপন

সরকার ও পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা দাবি করে নাহিদ ইসলাম বলেন, “ড. ইউনূস তার সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নিয়েছিলেন, যেখানে আমাদের অংশ নেওয়ার কথা ছিল না। প্রধান উপদেষ্টার আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম। সেখানে সম্পূর্ণ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার ও প্রশাসনের। কিন্তু তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।”

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD