Logo

নিউমার্কেটে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার হবে: তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
11Shares
নিউমার্কেটে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার হবে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

নিউমার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর আক্রমণকারীদের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন...

বিজ্ঞাপন

নিউমার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর আক্রমণকারীদের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

নিউ মার্কেটে সংঘর্ষে ১১ জন সাংবাদিক আহত হয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেখানে একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি কারা ঘটিয়েছে, সেটা খুঁজে বের করা হচ্ছে। এ ঘটনায় আজ পর্যন্ত দুই জন মারা গেছে। সেখানে যারা সংবাদ সংগ্রহ করতে গেছেন, তাদেরকে কি ছাত্ররা আক্রমণ করেছে নাকি ব্যবসায়ীরা আক্রমণ করেছে সেটা খুঁজে বের করে বিচার হবে।

তিনি বলেন, আমরা মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি বাংলাদেশের গণমাধ্যম যেভাবে কাজ করে অনেক উন্নয়নশীল দেশে এভাবে কাজ করতে পারে না। তাকে (রাষ্ট্রদূত) আমি ইউকের গণমাধ্যমের উদাহরণ দিয়েছি, সেখানে গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন হলে, কারো বিরুদ্ধে অসত্য সংবাদ পরিবেশিত হলে, কারো চরিত্র হনন করা হলে সেখানে যেমন গণমাধ্যমকে ফাইন গুনতে হয় ও ব্যবস্থা নেওয়া হয়। সেটা আমাদের দেশে সেভাবে নেই। আমি এই তুলনামূলক চিত্রগুলো তার সামনে উপস্থাপন করেছি।

অব্যাহত সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী ড. হাছান মাহমুদ  বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীকে তারা এসেসট দিয়ে যাচ্ছে। বিশেষ করে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দমনে তাদের যে সহায়তা সেজন্য ধন্যবাদ জানিয়েছি। তিনিও বাংলাদেশ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দমনে যেভাবে কাজ করছে সেটা প্রশংসা করেছেন। আশা করছি ভবিষ্যতে আমাদের সম্পর্ক উত্তর উত্তর গভীর হবে সেটা নিয়ে আলোচনা করেছি।

বিজ্ঞাপন

সম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে আলোচনাগুলো হচ্ছে এবং বিভিন্ন সময়ে যে আলোচনা হয়েছে সেটা আমাদের দুই দেশের  সম্পর্ক আরও গভীরে প্রথিত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।  

র‌্যাবের কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কবে থেকে উঠিয়ে নেওয়া হবে জানতে চাইলে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, র‌্যাবের কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। সেটি উঠিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছি। সেটাও একটি প্রসেসের মাধ্যমে হতে হবে। যেভাবে হয়েছে সেই দীর্ঘ প্রসেসের মধ্যমে করতে হবে। একটু দীর্ঘ হবে সেটাই বলেছেন তিনি (মার্কিন রাষ্ট্রদূত)।

ওআ/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD