Logo

দলীয় লোগোতে পরিবর্তন আনতে যাচ্ছে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৯
20Shares
দলীয় লোগোতে পরিবর্তন আনতে যাচ্ছে জামায়াত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগোতে পরিবর্তন আনতে যাচ্ছে। রাজধানীর বসুন্ধরায় দলের আমিরের কার্যালয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সৌজন্য সাক্ষাতের সময় ভিন্ন একটি লোগো দেখা গেলে বিষয়টি আলোচনায় আসে।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের নতুন লোগো উন্মোচনের প্রস্তুতি প্রায় শেষ। আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো ঘোষণা করা হতে পারে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, “আমিরের নির্দেশনায় একাধিক লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোনটি ব্যবহার করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আজ যে লোগোটি প্রকাশ্যে এসেছে, সেটি ভুলবশত ছবিতে চলে এসেছে। শিগগিরই চূড়ান্ত লোগো উন্মোচন করা হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, লোগো পরিবর্তনের বিষয়টি নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হলে সেটিই অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।

কেন লোগো পরিবর্তন করা হচ্ছে -এমন প্রশ্নে তিনি বলেন, “আগের লোগো আমরা কখনো আনুষ্ঠানিকভাবে ব্যবহার করিনি, বরং বিভিন্ন গণমাধ্যম সেটি ব্যবহার করে আসছিল।”

বিজ্ঞাপন

দলীয় লোগো পরিবর্তনের এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, নতুন লোগোর মাধ্যমে জামায়াত নিজেদের আধুনিক রূপ ও সাংগঠনিক অবস্থান নতুনভাবে উপস্থাপন করতে চাইছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD