জুলাই সনদের আইনি ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত

ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের (ইইওএম) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে।
বিজ্ঞাপন
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, তার দল আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়। এজন্য নির্বাচন হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তির আলোকে। তিনি দাবি করেন, তবেই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।
বিজ্ঞাপন
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, ইইউ প্রতিনিধি দল নির্বাচনী পরিবেশ বোঝার জন্য বাংলাদেশে এসেছে। তারা বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করছে। ইইউর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে তারা ৬৪ জেলায় পর্যবেক্ষক পাঠাবে এবং প্রতিটি এলাকায় আলাদা প্রতিনিধি কাজ করবেন। পরে বিস্তারিত পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে তারা।
জামায়াত আমির বলেন, তার দল সবসময় নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। দলের নেতৃত্বও নির্দিষ্ট মেয়াদে নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। তিনি জানান, আগামী অক্টোবর থেকে নতুন করে দলের আমির নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে জামায়াতের আমির উল্লেখ করেন, এক কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে প্রথম দাবি তুলেছিল তারাই। সেই প্রক্রিয়া এখন কার্যকর হওয়ার পথে।
বিজ্ঞাপন
এছাড়া ইইউ প্রতিনিধি দল জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চান। জবাবে জামায়াত আমির নৈতিক ও দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষা সংস্কার, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।