নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো বিকল্প নেই: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের একমাত্র গ্রহণযোগ্য পথ হলো নির্বাচন।
বিজ্ঞাপন
রবিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, “কিছু মহল মনে করছে, নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই। তাই তারা বিভ্রান্তিমূলক দাবি তুলে নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘ করার চেষ্টা করছে। কিন্তু যারা তা করছে, তারা ভুল পথে আছে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত, যাতে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট ও সরকার গঠন করা যায়। নির্বাচন ছাড়া কোনোভাবে ক্ষমতার হস্তান্তর গ্রহণযোগ্য নয়।”
দুদু জানান, ১৬ বছর ধরে মানুষ অধিকার আদায়ের সংগ্রাম করছে এবং সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ হলো নির্বাচন। তিনি আশা প্রকাশ করেন, সরকার স্বল্প সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।
বিজ্ঞাপন
বাইরের কিছু কালো শক্তি দেশের অস্থিরতা সৃষ্টি করতে চাইতে পারে উল্লেখ করে দুদু বলেন, “গণতন্ত্রকে বিপন্ন করার যে কোনো চেষ্টা আমাদের সজাগ থাকার প্রয়োজন রয়েছে।”