ড. ইউনূসের বক্তব্যে যেন জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠস্বর খুঁজে পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, ড. ইউনূসের কথা জিয়াউর রহমানের গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্নের প্রতিফলন।
বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ অনুষ্ঠানে ড. ইউনূসের উপস্থিতিতে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “সেদিন ইউএস-বাংলাদেশ বিজনেস ফোরামের সভায় প্রফেসর ইউনূসের বক্তব্য শুনে আমার বারবার মনে হচ্ছিল, যেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি।”
বিজ্ঞাপন
ফখরুল আরও যোগ করেন, “গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্টের, সেই একই কথা প্রফেসর ইউনূসের বক্তব্যে উঠে এসেছে।”
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ যেকোনো দুঃসময় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে। জুলাই আন্দোলন তার সর্বশেষ প্রমাণ।”
তিনি উল্লেখ করেন, এ সংগ্রাম কেবল রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবাসীরাও সমানভাবে লড়াইয়ের অংশীদার।
বিজ্ঞাপন
তরুণ প্রজন্মের প্রতি আস্থা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা যারা বয়োজ্যেষ্ঠ, তারা স্বাধীনতার যুদ্ধ করেছি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। কিন্তু দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। তাদের আধুনিক চিন্তাভাবনাকে ধারণ ও সমর্থন করতে আমাদের প্রস্তুত থাকতে হবে।”
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরে বিএনপি মহাসচিবসহ ছয়জন রাজনৈতিক নেতা অংশ নিচ্ছেন। এ দলে রয়েছেন বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।