Logo

নির্বাচনে ইসলামী ব্যাংকের কাউকে দায়িত্বে না রাখার দাবি বিএনপির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ১৪:১৭
34Shares
নির্বাচনে ইসলামী ব্যাংকের কাউকে দায়িত্বে না রাখার দাবি বিএনপির
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী ব্যাংক ও এর মতো সমমনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভোটগ্রহণের দায়িত্বে না রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে দলটির তিন সদস্যের প্রতিনিধি দল লিখিতভাবে এ প্রস্তাব জমা দেয়।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের কাছে দলটি ৩৬ দফা প্রস্তাবনা তুলে ধরেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রস্তাব হলো- ভোটের নিরপেক্ষতা রক্ষায় ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ট্রাস্টসহ রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট বা বিতর্কিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার কিংবা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব না দেওয়া।

বিজ্ঞাপন

প্রস্তাবে আরও বলা হয়েছে, ইসলামী ব্যাংকে সম্প্রতি প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাতিল করা হয়েছে এবং সেই শূন্য পদগুলোতে দলীয়ভাবে প্রভাবিত নিয়োগের অভিযোগ রয়েছে। যা নির্বাচনকালীন সময়ে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নেতৃত্ব দেন প্রতিনিধি দলে।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা চাই না, কোনোভাবেই বিতর্কিত ব্যক্তিদের ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া হোক। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো অপরিহার্য।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তাদের হাতে থাকা ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাবসমূহ’ শীর্ষক কার্যপত্রের ১০ নম্বর পয়েন্টে এই প্রস্তাবটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে।

বিএনপির দাবি, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে নির্বাচনী প্রক্রিয়া আরও বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD