Logo

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৫, ০১:৩৪
47Shares
এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ
ছবি: সংগৃহীত

জুলাইযোদ্ধাদের উদ্যোগে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন দলের শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন

দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দুই সপ্তাহ আগে তিনি দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তবে দল এখনো তার পদত্যাগপত্র গ্রহণের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। গত দুই সপ্তাহ ধরে তিনি দলীয় কার্যক্রম থেকেও নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন বলে জানা গেছে।   

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপিতে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান মুখ্য সমন্বয়কের। বর্তমানে এই পদটিতে বর্তমানে দায়িত্ব পালন করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রস্তাবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের মৌন সম্মতি রয়েছে। এতেই মনঃক্ষুণ্ন হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন। তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবে থাকবেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি। 

এ বিষয়ে জানতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে একাধিকবার কল এবং টেক্সট পাঠানো হলেও তিনি তার জবাব দেননি।

বিজ্ঞাপন

তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্যসচিব বলেন, দল তার পদত্যাগপত্র পেয়েছে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও জানান তারা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ