Logo

আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে: তাহের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৫, ১৫:০৭
40Shares
আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে: তাহের
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের | ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত “কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২০২৫” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তাহের বলেন, ছাত্রশিবির ধারাবাহিকভাবে চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট জিতেছে। এ থেকে প্রমাণিত হয় যে শিবির শুধুমাত্র একটি সংগঠন নয়—শিবির সমগ্র দেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে, গাঁজা-মদের জমায়েত কমেছে এবং ডালের ঘনত্ব বেড়েছে—এগুলোই তাদের উল্লেখযোগ্য কার্যকারিতা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তরুণ ছাত্র-ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন করেছে এবং আগামী নির্বাচনে চার কোটি তরুণ ছাত্র সমাজও একই ধারাবাহিকতায় দেশের পজিটিভ পরিবর্তনের জন্য আদর্শবাদী দলগুলোকে বিজয়ী করে তুলবে—এটি হলে আবারো একটি মিরাকল ঘটতে পারে, ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জয় হওয়া যে প্রতিফলন তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এ অভিপ্রায় তাদের দৃঢ় বিশ্বাস।

জামায়াতের নায়েবে আমিরও একই দাবি তুলে ধরেন—ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট সংগ্রহ করেছে, যা শিবিরকে কেবল একটি সংগঠন নয় বরং দেশের সমগ্র ছাত্র সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিজ্ঞাপন

তাহের ছাত্র সংসদের নেতাদের উদ্দেশে বলেন, জুলাই বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়—সারা দেশ তাদের সঙ্গে দাঁড়িয়েছে। আপনারা যে সংগ্রাম চালিয়েছেন তা ভারতে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, কিন্তু সংগ্রাম এখনও শেষ হয়নি। এই সংগ্রামের মধ্য দিয়ে দেশের দুর্নীতিকে নির্মূল করতে হবে এবং এই লড়াইতে ছাত্র সংসদের প্রতিনিধিরা প্রধান ভূমিকা পালন করবেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD