Logo

বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে, রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারের আহ্বান: দেবপ্রিয়র

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৫:৩৪
10Shares
বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে, রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারের আহ্বান: দেবপ্রিয়র
ছবি: সংগৃহীত

নাগরিক সংলাপের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য রাজনৈতিক দলগুলোকে সমাজের সর্বস্তরে বৈষম্য ঠেকাতে একটি কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তনের অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে "একটি কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন" শীর্ষক এক নাগরিক সংলাপে তিনি এই আহ্বান জানান।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে বৈষম্য মোকাবিলায় একটি আইনি কাঠামোর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। তিনি মনে করেন, এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তার মতে, বৈষম্যবিরোধী আইন ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন বা প্রকৃত সামাজিক সাম্য সম্ভব নয়।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন যে, পূর্ববর্তী সরকারের সময়েও সর্বজনীন বৈষম্যবিরোধী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং খসড়াও তৈরি হয়েছিল, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার অভাবে তা বাস্তবায়িত হয়নি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD