Logo

আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনে তারেক, পাশে সাজিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৯:২৬
47Shares
আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনে তারেক, পাশে সাজিদ
ছবি প্রতিনিধি।

আমজনতা দলের নিবন্ধনের দাবিতে টানা তিন দিন (৭৪ ঘন্টা) ধরে নির্বাচন কমিশন ভবনের সামনে অনশন করছেন দলের সাধারণ সম্পাদক তারেক রহমান।

বিজ্ঞাপন

দলের দাবি, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক বহুমাত্রিকতা রক্ষার স্বার্থে আমজনতা দলকে নিবন্ধন দিতে হবে।

অনশনস্থলে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ সাহিত্য বিষয়ক সম্পাদক সাজিদ হাসান। তিনি অনশনরত তারকে রহমানের খোঁজখবর নেন এবং তার আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

সাজিদ হাসান বলেন, গণতন্ত্রের মূল শর্তই হলো অংশগ্রহণমূলক রাজনীতি। তাই আমজনতা দলের নিবন্ধন দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হওয়া উচিত।

বিজ্ঞাপন

এসময় তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত এই দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD