Logo

হাসপাতালে ভর্তি অনশনরত তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ২০:৪৩
28Shares
হাসপাতালে ভর্তি অনশনরত তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজনৈতিক নিবন্ধনের দাবিতে দীর্ঘ দিন ধরে অনশনরত আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রবিবার (৯ নভেম্বর) রাত ৮:৩০টার দিকে তাকে ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

তারেক রহমানকে হাসপাতালে নেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি গণমাধ্যমকে জানান, আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও বহুবার নির্যাতনের শিকার হয়েছেন, রিমান্ডে ছিলেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় একটি দল হিসেবে ভূমিকা রাখতে পারার জন্য আমরা নির্বাচনী কমিশনকে নিবন্ধনের জন্য অনুরোধ করেছি। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পরও তার দলকে নিবন্ধন দেওয়া হয়নি। আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে আলোচনা করেছি। আশা করি, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

তিনি জানান, অনশন ভাঙার জন্য তারেককে অনুরোধ করা হয়েছে এবং তারেক ইতিমধ্যেই হাসপাতালের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেন, আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে।

উল্লেখ্য, তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিবন্ধন ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অনশন চালিয়ে যাচ্ছিলেন। হাসপাতালে নেওয়া হওয়ায় তার অনশন সাময়িকভাবে স্থগিত হয়েছে এবং চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD