Logo

জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায়ী সরকারই: মোশাররফ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ১৩:৫১
71Shares
জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায়ী সরকারই: মোশাররফ
ছবি: সংগৃহীত

জুলাই সনদের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার পূর্ণ দায় সরকারকেই বহন করতে হবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. মোশাররফ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জুলাই সনদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে— সরকার যদি সনদের শর্ত অমান্য করে কোনো পদক্ষেপ নেয়, তাহলে সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। সেই সিদ্ধান্তের দায় সম্পূর্ণ সরকারের ওপর বর্তাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সোমবার তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঐকমত্য কমিশনের আলোচনার ধারাবাহিকতায় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। কিন্তু উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে বক্তব্য দিচ্ছেন। যা বিভ্রান্তিকর ও সনদ অমান্য করার শামিল।

বিএনপির এই নেতা আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, জুলাই সনদই বর্তমান রাজনৈতিক সমঝোতার ভিত্তি। এর বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তার ফল সরকারের জন্যই দায় তৈরি করবে।

বিজ্ঞাপন

নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে নানা ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তারাই পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা সরকারকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। জুলাই সনদ নিয়ে বিতর্ক সৃষ্টি করা বা বিভ্রান্তি ছড়ানো কারও স্বার্থেই ভালো হবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD