Logo

অনির্বাচিত সরকারের পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়: আমীর খসরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৫, ১৭:৩৫
14Shares
অনির্বাচিত সরকারের পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো অনির্বাচিত সরকারের পক্ষে দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, দেশে যত সমস্যা পুঞ্জীভূত হয়েছে তা একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই সংসদে সমাধান করা সম্ভব। কোনো অনির্বাচিত সরকারের পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। 

বিজ্ঞাপন

তিনি বলেন, এই মুহূর্তে জনগণের প্রধান চাহিদা- গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে একটি উৎসবমুখর নির্বাচন। ছোটখাটো ইস্যুতে তাদের মনোযোগ নেই, সবাই চায় নির্বাচন। 

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণকে তার মালিকানা ফিরিয়ে দেওয়া, তার প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দেওয়া গেলে যত সমস্যা এখন রয়েছে, তার সমাধান হবে। 

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী ১৭ তারিখ মানবতাবিরোধী অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর। 

এ দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD