কুষ্টিয়া-১ আসনে লড়বেন এনসিপির নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এ বিষয়ে সকাল ১০টা ৩০মিনিটের দিকে নিজের সোশ্যাল পেজে মনোনয়নপত্র কেনার তিনটি ছবি পোস্ট করে নুসরাত তাবাসসুম লেখেন, সকাল সকাল একটি খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত সাত-আট বছর ধরে আমি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, এর মধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।
বিজ্ঞাপন
নুসরাত আরও লেখেন, আমার অসংখ্য সীমাবদ্ধতা আছে। তারপরও অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, আমি দেশকে ও আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সমর্থন চাই। আমরা যারা এখানে এসেছি একটি স্বপ্ন নিয়ে, যারা দিনের পর দিন রাস্তাকে ঘর-বাড়ি বানিয়ে সংগ্রাম করে টিকে আছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি সেই সব সহযোগী, সহমর্মী ও সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ইতিমধ্যে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীনও রয়েছেন এই আসনে।








