Logo

ধানমণ্ডি ৩২-এ বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টায় পুলিশের বাধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৮
13Shares
ধানমণ্ডি ৩২-এ বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টায় পুলিশের বাধা
ছবি: সংগৃহীত

ধানমণ্ডি-৩২ নম্বর এলাকায় দুটি বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তা আটকে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, প্রচলিত আইনে অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম চালানোর সুযোগ নেই।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে ট্রাকে করে বুলডোজার দুটিকে ধানমণ্ডি ৩২-এর সামনে আনা হয়। তখন বুলডোজারের ওপর থাকা কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায়।

‘জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ’-এর আহ্বায়ক পরিচয় দেওয়া নাহিদ হাসান দাবি করেন, অতীতে শেখ হাসিনার বক্তব্যের পর তারা ধানমণ্ডি ৩২-এর ভবন ভাঙার চেষ্টা করেছিলেন। তিনি আরও বলেন, “আজকের রায়ের পর শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের রাজনীতি ধূলিসাৎ হয়ে যাবে—এটাই আমাদের আশা।”

বিজ্ঞাপন

এর আগে ৫ ফেব্রুয়ারি রাতে একই এলাকায় একটি বুলডোজার দিয়ে ভবনের অংশ ভাঙচুর করা হয়। তারও আগে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার আগুনে পুড়ে যায় ঐতিহাসিক এ বাড়িটি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ধানমণ্ডি ৩২-এ বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টায় পুলিশের বাধা