Logo

শেখ হাসিনার কঠোর শাস্তির দাবিতে হাইকোর্টমুখী গণপদযাত্রা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, ১১:০১
32Shares
শেখ হাসিনার কঠোর শাস্তির দাবিতে হাইকোর্টমুখী গণপদযাত্রা
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে হাইকোর্টমুখী গণপদযাত্রা কর্মসূচি শুরু করেছে ‘জনজোট বিপ্লবী মঞ্চ’।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।

শুরু থেকেই সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে পদযাত্রায় অংশ নেন। কর্মসূচিটি শাহবাগ থানার সামনের সড়ক হয়ে টিএসসি এলাকা পেরিয়ে হাইকোর্টের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আজই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন। এ কারণে সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‌্যাবের সমন্বিত বাহিনী। আদালতপাড়ার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে বাড়তি সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

রায়কে কেন্দ্র করে রাজধানীতে সার্বিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে, আর তাই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বিভিন্ন স্থানে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD