শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে সোমবার সকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ব্যক্তি আহত হয়নি।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে সকাল ৯টা ৫৫ মিনিটে। এ তথ্য বেলা সাড়ে ১০টার দিকে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী।
আরও পড়ুন: ধামরাইয়ে বাসে আগুন
তিনি জানান, ‘সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে এবং তারা তদন্ত কার্যক্রম চালাচ্ছে।’
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাগ থানার দক্ষিণ পাশে সোহরাওয়ার্দী উদ্যান-সংলগ্ন ছবির হাটে কয়েকজন দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।








