Logo

১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাত চসিক মেয়রের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ২০:০০
14Shares
১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাত চসিক মেয়রের
ছবি: সংগৃহীত

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন সাক্ষাৎ করেছেন। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এই সাক্ষাতে নগর সেবা ব্যবস্থায় সমন্বয়হীনতার কথা তুলে ধরে ‘নগর সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছেন চসিক মেয়র। বিএনপি ক্ষমতায় এলে উদ্যোগটি নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) রাতে লন্ডনের কিংস্টোনে তারেক রহমানের বাসায় দুই নেতার মধ্যে দীর্ঘ সময় আলাপ হয়। পরে রাত ১টার দিকে নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে সেই সাক্ষাতের ছবি প্রকাশ করেন মেয়র শাহাদাত। ছবিতে সিটি করপোরেশনে তার এক বছর দায়িত্ব পালন উপলক্ষে প্রকাশিত ‘উন্নয়ন প্রতিবেদন’ বইটি তারেক রহমানের হাতে তুলে দিতেও দেখা যায় তাকে।

রবিবার (১৬ নভেম্বর) লন্ডন থেকে ফোনে কথা বলেন মেয়র।

বিজ্ঞাপন

তিনি জানান, সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমার এক বছর পূর্ণ হয়েছে। গত এক বছরে সিটি করপোরেশনের কাজকর্ম আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেছি। এক বছর উপলক্ষে প্রকাশিত উন্নয়ন প্রতিবেদনের বইটিও তার হাতে তুলে দিয়েছি।

মেয়র বলেন, ‘এক বছরে আমরা মোটামুটি সব নালা-নর্দমা পরিষ্কার করেছি। যার ফলাফল আমরা এ বছর হাতেনাতে পেয়েছি। আরও ২১-২২টা খাল নিয়ে কাজ করার পরিকল্পনাও তাকে জানিয়েছি। চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, সে বিষয়েও পরামর্শ নিয়েছি।’ বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতাকে বড় সমস্যা হিসেবে দেখছেন মেয়র শাহাদাত।

তিনি বলেন, ‘একেক সংস্থা একেকভাবে কাজ করে। কোনো সমন্বয় নেই। এতে শেষ পর্যন্ত নাগরিকরাই ভোগেন। সমন্বয় হবে তখনই, যখন নির্বাচিত ব্যবস্থার মধ্যে আইনগত কর্তৃত্ব দেওয়া হবে। সিটি করপোরেশনের মেয়র জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। সুতরাং সিটি করপোরেশনের মাধ্যমে নগর সরকার গঠনের কোনো বিকল্প নেই। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছি, বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই যেন নগর সরকার গঠনের উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়ন করা হয়।’

বিজ্ঞাপন

বৈঠকে দলীয় বা জাতীয় রাজনীতির বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক কথা হয়েছে। তবে এই মুহূর্তে সেগুলো বলা ঠিক হবে না— কোনো বিভ্রান্তি তৈরি হোক, সেটা চাই না।’

প্রায় ১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হলো মেয়র শাহাদাতের। এর মধ্যে স্কাইপিতে নিয়মিতই কথা হলেও লন্ডনে দেখা হওয়ার সুযোগ হয়নি। তিনি জানান, আগের দুইবার ভিসা আবেদন করেও যেতে পারেননি। এবার কূটনৈতিক পাসপোর্ট থাকায় প্রক্রিয়াটা সহজ হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (০৯ নভেম্বর) ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গেছেন মেয়র ডা. শাহাদাত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD