Logo

মওলানা ভাসানী প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ১৫:৫২
12Shares
মওলানা ভাসানী প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন।

বিজ্ঞাপন

১৭ নভেম্বর মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, মওলানা ভাসানীর অগাধ দেশপ্রেম, দেশের স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদ আমাদেরকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। তার আদর্শ অনুসরণ করলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও উল্লেখ করেন, মওলানা ভাসানী জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপ-মহাদেশের নিপীড়িত ও শোষিত মানুষের পক্ষে তিনি বলিষ্ঠ ও আপোসহীন নেতৃত্ব প্রদর্শন করেছেন।

তারেক রহমান বলেন, মওলানা ভাসানী দেশের মুক্তির পথপ্রদর্শক ছিলেন। বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিক-মেহনতি জনতার অধিকার আদায়ে তার অবদান অপরিসীম। তিনি সবসময় শোষকের বিরুদ্ধে এবং শোষিতের পাশে থাকতেন।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, অধিকার আদায়ের ক্ষেত্রে মওলানা ভাসানী মানুষের মধ্যে সাহস জাগাতেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এবং হুংকার অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর উপর কম্পন সৃষ্টি করত। জাতির কঠিন সময়ে জনগণের পাশে থাকার কারণে তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD