Logo

সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ১৫:১৯
9Shares
সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
ছবি: সংগৃহীত

জামায়াতসহ আট দলের যৌথ নেতৃত্ব জানিয়েছে, তারা দেশের মৌলিক সংস্কারের পক্ষে অটল। তবে সব সংস্কার বিষয়ে সর্বাত্মক সমর্থন না থাকায় জাতিকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) মগবাজারে আট দলের বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা শুরু থেকেই সংস্কারের পক্ষে। কিন্তু গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের কিছু বিষয়ে একটি দল বিরোধিতা করেছে। তাই জনগণকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানানো হচ্ছে। সরকারও যেন কী সংস্কার হয়েছে তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে, প্রচারপত্র বিতরণ করে ও জাতীয় গণমাধ্যমে প্রচার করে জনগণকে জানান।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি জানান, অনলাইনে একটি দলের কর্মীবাহিনী আগেভাগেই গণভোটে ‘না’-এর পক্ষে প্রচার চালাচ্ছে। এর ফলে জনগণ বুঝতে পারছে কে সংস্কারের পক্ষে এবং কে বিরোধিতা করছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণতন্ত্রে জাতীয় জনগণ স্পষ্টভাবে সংস্কারের পক্ষে। যারা এর বিপক্ষে যাবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আট দলের লিয়াজোঁ কমিটি কর্মসূচি নির্ধারণের দায়িত্বে রয়েছে। শীর্ষ নেতাদের নির্দেশনায় কমিটি আলোচনা করে আন্দোলন ও অন্যান্য কার্যক্রম সমন্বয় করবে। যদিও সব দাবিই পূরণ হয়নি, তবুও আন্দোলন চলমান থাকবে।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার নিশ্চিত করেন, আট দলের এই কর্মসূচি আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে কোনোভাবে হস্তক্ষেপ করবে না। বরং আন্দোলনের কারণে সংস্কারের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো জনগণের নজরে আসবে এবং গণভোটে উপস্থাপিত হবে।

তিনি বলেন, এই আন্দোলন নির্বাচনের পরিবেশকে আরও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, আট দল আগের ফ্যাসিবাদবিরোধী কর্মসূচির সময় মাঠে ছিল, আগামীকালও তারা মাঠে থাকবে। তবে কোনো নাশকতা করা যাবে না।

সংবাদ সম্মেলনে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং কর্মসূচি, আন্দোলন ও জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD