শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নৈরাজ্যের অপচেষ্টা চলছে: ফখরুল

আসন্ন মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে একটি প্রভাবশালী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
রবিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী বিভ্রান্তিকর দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়। অথচ সংকটময় এ সময়ে দেশের জন্য সবচেয়ে প্রয়োজন একটি নির্বাচিত সরকার। রাজনৈতিক অস্থিরতা, জটিলতা ও বিভ্রান্তির মধ্যে দিয়ে দেশ এগোচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্রে ফেরার একমাত্র পথ হলো সুষ্ঠু নির্বাচন।
বিজ্ঞাপন
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
আগামী সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলার রায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।
বিজ্ঞাপন
রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর কয়েকটি স্থানে বড় স্ক্রিনে সরাসরি দেখানো হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজেও রায়ের সম্প্রচার থাকবে।








