Logo

নির্বাচনী প্রচারণায় হাদির উপর ময়লা পানি নিক্ষেপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৫, ১৯:১৮
25Shares
নির্বাচনী প্রচারণায় হাদির উপর ময়লা পানি নিক্ষেপ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি | ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে নির্বাচনী প্রচারণা চলাকালে বিব্রতকর অভিজ্ঞতার সম্মুখীন হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সেখানে তার ওপর ময়লা পানি ছুড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) ভিডিওতে হাদি জানান, তার ওপর তিনবার ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে।

তিনি বলেন, ভাই, ময়লা পানি যে মারছেন, আরও মারতে পারেন; সমস্যা নেই, মারেন। তিনবার মারছে ময়লা পানি।

বিজ্ঞাপন

হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। এই আসনটি শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা অন্তর্ভুক্ত। নির্বাচনী প্রচারণার সময় এ ধরনের হামলা বা হেনস্থা নির্বাচনী উত্তেজনা ও রাজনৈতিক উত্তাপকে প্রতিফলিত করে।

হাদি ঘটনার পরও তার প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছেন। নির্বাচনী পরিবেশে প্রার্থী ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD