ট্রাক প্রতীকেই একক লড়াইয়ে ভোটযুদ্ধ করবে গণঅধিকার পরিষদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটে না গিয়ে এককভাবেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে গণঅধিকার পরিষদ। শনিবার রাজধানীর বাড্ডার এলেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দলের এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেন দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
সভা সূত্রে জানা যায়, দেশের সব নির্বাচনী এলাকায় গণঅধিকার পরিষদ তাদের নিজস্ব প্রতীক ‘ট্রাক’ নিয়ে ভোটযুদ্ধে অংশ নেবে।
বিজ্ঞাপন
দলের নেতারা মনে করছেন, স্বাধীন রাজনৈতিক পরিচয় বজায় রাখা ও জনগণের কাছে নিজেদের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরতেই এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সভায় গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়। দলীয় নেতারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে এসব অপরাধের দ্রুত নিষ্পত্তি জরুরি।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলীয় অবস্থান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তকরণসহ নানা বিষয়ে আলোচনা হয়। সভার সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
বিজ্ঞাপন
দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান জানান, নির্বাচনে গণঅধিকার পরিষদ স্বতন্ত্র শক্তি হিসেবে মাঠে নামবে—এমন সিদ্ধান্ত দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে।








