Logo

বিচার বিশ্বমানের, স্বজনদের ক্ষোভ কিছুটা প্রশমিত হবে: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, ২২:৪৩
11Shares
বিচার বিশ্বমানের, স্বজনদের ক্ষোভ কিছুটা প্রশমিত হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

আমরা মনে করি, দীর্ঘ ১৬ বছরের গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং ২০২৪ ছাত্র গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

এ সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের মধ্যে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্টের পতন হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল হাসিনার বিচার হওয়া। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায়মূলক রায় হয়েছে। বিএনপি অন্য মামলার রায়ের সুবিচারের দাবি করছে।

এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে প্রাপ্য সাজা কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহবান জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে অন্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানান তিনি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বিচার বিশ্বমানের, স্বজনদের ক্ষোভ কিছুটা প্রশমিত হবে: মির্জা ফখরুল