Logo

আগামী নির্বাচনে হক এবং বাতিলের ফায়সালা হবে: জামায়াত আমির

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২২ নভেম্বর, ২০২৫, ২০:০৩
10Shares
আগামী নির্বাচনে হক এবং বাতিলের ফায়সালা হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

আমাদের কুরআন এক, আল্লাহ এক, নবী এক এবং পথ আমাদের এক বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রাহমান। যেখানে আমরা যাব সেই জায়গাটাও আমাদের এক। কাজে আমাদের মধ্যে কোনো ভিন্নতা থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ আমাদের জন্মভূমি, আল্লাহর বিশেষ দান। আমি অনেক দেশ ঘুরেছি, আমার মনে হয়েছে এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমির মাওলানা তাজুল ইসলামের পরিচালনাধীন ফিরোজশাহ মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন মাওলানা মামুনুল হক।

এ সময় জামায়াতের আমির বলেন, আমাদের দেশের জলে-স্থলে, মাটির নিচে সম্পদে ভরা। শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে। আর সেটি হলো অতীতে যারা দেশ পরিচালনা করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। যখন তারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই জনগণের খাদেম না হয়ে মালিকে পরিণত হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ। আগামীতে যে নির্বাচন আসবে সেখানে হক এবং বাতিলের মধ্যে ফায়সালা হবে ইনশাআল্লাহ। এতে আমাদের সবাইকে হকের পক্ষে থাকতে হবে। কারো রক্তচক্ষুকে পরোয়া করা যাবে না। একমাত্র আল্লাহকে পরোয়া করতে হবে।

তিনি আরও বলেন, এই ভোট শুধু ভোটাধিকার নয়, এটা একেকটা ভেটো পাওয়ার। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দেবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন। আল্লাহর জন্য যারা ঐক্যবদ্ধ হবে তাদের সঙ্গে থাকবেন। আমরা একসঙ্গে থাকব ইনশাআল্লাহ। আল্লাহর রাজ কয়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সঙ্গে আপস করব না। এই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না।

আমরা দলকে বিজয় করতে চাই না জানিয়ে শফিকুর রহমান বলেন, খেয়াল রাখবেন কোনো শয়তান যেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। আল্লাহ কসম আমরা কোনো দলেকে বিজয় করতে চাই না। আমরা আল্লাহর দ্বীনের বিজয় চাই, জনগণের বিজয় চাই। এই মজলুম জনগণ আর যেন জুলুমের শিকার না হয়। আল্লাহ কাছে সেই দোয়াই করছি।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, নগর জামায়াতের আমির নজরুল ইসলাম, উত্তর জেলার আমির আলা উদ্দিন সিকদার, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল অলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার ও দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বদরুল হক।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD