Logo

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হবে: সালাহউদ্দিন আহমদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১৬:১৪
6Shares
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হবে: সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হবে, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন মনে রাখে, এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই। ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। যারা গণতন্ত্র হত্যা করবে, তাদের এ পরিণতি হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনোই প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না। তারা মূলত গণতন্ত্রের মুখোশ পরা একটি মাফিয়া–ফ্যাসিস্ট শক্তি হিসাবে কাজ করেছে। সংবিধান লঙ্ঘনের কর্মকাণ্ড তারা বারবার করেছে, এমনকি সংসদে দাঁড়িয়েও করেছে।

সালাহউদ্দিন আহমদ দেশের জনগণকে স্মরণ করিয়ে দেন যে, গণ-অভ্যুত্থান এবং অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে গঠিত হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। তিনি বলেন, দেশের মানুষ বৈষম্যমুক্ত এবং শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হবে: সালাহউদ্দিন আহমদ