Logo

ক্ষমতায় গেলে পিআর ব্যবস্থা কার্যকর করব: জামায়াত আমির

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২২ নভেম্বর, ২০২৫, ১৬:৪৬
28Shares
ক্ষমতায় গেলে পিআর ব্যবস্থা কার্যকর করব: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পিআর আমাদের ন্যায়সংগত দাবি। জনগণের স্বার্থেই এটি বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও পিআর ব্যবস্থা কার্যকর করব, ইনশাল্লাহ।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম পৌঁছান জামায়াত আমির।

তিনি বলেন, আমাদের ইতিবাচক এজেন্ডাই এত বেশি যে সেগুলো ব্যাখ্যা করতেই সময় চলে যায়। কাউকে খোঁচানোর রাজনীতি বা কারও বিরূপ মন্তব্যের জবাব দেওয়া আমাদের কাজ নয়।

বিজ্ঞাপন

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। কিন্তু এই পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের সবাইকেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই—এটাই জনগণের প্রত্যাশা। তা না হলে দেশে নতুন সংকট দেখা দিতে পারে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।

চট্টগ্রামে পৌঁছে তিনি প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনীর আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে অংশ নেন। এরপর সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD