Logo

‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে হাসিনাকে ফেরত পাঠাতে হবে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ২০:২২
9Shares
‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে হাসিনাকে ফেরত পাঠাতে হবে’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর ও দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের’ দাবিতে আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, বিগত পাঁচ দশকে ভারত “বন্ধু রাষ্ট্র” পরিচয়ে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করেছে এবং তাদের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থনে দেশে ফ্যাসিবাদ শক্তিশালী হয়েছে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এখনও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। তার দাবি, বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনে শেখ হাসিনাকে ফেরত পাঠানোই হবে প্রথম পদক্ষেপ।

তিনি আরও বলেন, আদালতের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। গণমানুষের বিচারপ্রাপ্তির স্বার্থে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা অবিলম্বে শুরু করবে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

রাজনৈতিক পরিস্থিতি ঘিরে শুরু হওয়া নানান তৎপরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচারের প্রশ্নে কেউ যেন আপস না করে। জনগণকে ধোঁকা দিলে তাদের ক্ষমা নেই।

এসময় তিন দফা দাবি জানান তিনি। দাবি গুলো হলো- ১. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করা, ২. দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা এবং ৩. আওয়ামী লীগের সহযোগী দলগুলোকে বিচারের আওতায় আনা।

তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের “পুনর্বাসন পরিকল্পনা” করছে। তাদের নির্বাচন অংশগ্রহণকে তিনি “চক্রান্ত” হিসেবে বর্ণনা করেন এবং জানান—এনসিপি এ পরিকল্পনার বিরুদ্ধে মাঠে থাকবে।

বিজ্ঞাপন

সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, অতীতে বিভিন্ন সময় আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে এবং জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালানো ও নির্যাতনের দায় তাদের এড়ানো উচিত নয়। তিনি শেখ হাসিনার রায় কার্যকরের দাবিও পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ঘিরে সিভিল সোসাইটির কিছু অংশ যেসব বক্তব্য দিচ্ছে তা “ভিত্তিহীন”।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, এনসিপি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকলে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসতে পারবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD