Logo

সাংঘর্ষিক রাজনীতিতে অংশগ্রহণ করবে না বিএনপি: আমীর খসরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১৫:০১
21Shares
সাংঘর্ষিক রাজনীতিতে অংশগ্রহণ করবে না বিএনপি: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিএনপি সবার আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করছে এবং সাংঘর্ষিক রাজনীতিতে অংশগ্রহণ করবে না।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি।

আমীর খসরু বলেন, দেশের শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সামঞ্জস্য নেই। শিক্ষার্থীরা অধিকাংশই সাধারণ শিক্ষাজীবনের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু ভোকেশনাল শিক্ষা ও দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণে নজর দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

তিনি চীনের উদাহরণ টেনে বলেন, সেখানকার শিক্ষার্থীর ৬০ শতাংশ ভোকেশনাল স্কুলে গিয়ে দেশের অর্থনীতিকে সমর্থন করছে।

আমীর খসরু বলেন, বিএনপির লক্ষ্য এক কোটি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে কাজে লাগানো। ভোকেশনাল ট্রেনিং, আইটি প্রশিক্ষণ ও শিল্পখাতে বিনিয়োগের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব। কল সেন্টার শিল্পকেও বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির কর্মসূচি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা। জনগণ জানতে চায়—আমার জন্য কী আছে? সেই প্রশ্নের জবাব দিচ্ছে দলের কর্মসূচি।

বিজ্ঞাপন

রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে রাজনৈতিক সহনশীলতার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রতিপক্ষ যা-ই করুক, বিএনপি সংঘর্ষে যাবে না। রাজনীতিতে মতের অমিল থাকতেই পারে, কিন্তু সম্মান বজায় রাখা আবশ্যক। দিনের শেষে গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নেই।

বিএনপির নতুন প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করে তথ্য, যুক্তি ও নৈতিক মানদণ্ডের ওপর ভিত্তি করে কার্যক্রম চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন স্লোগানের রাজনীতি নয়; নতুন ধারার রাজনীতি গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

সভায় তিনি সতর্ক করে বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ছাড়া কোনো উন্নয়ন কার্যক্রম সফল হবে না। শেখ হাসিনার শাসনের ভাঙনের পর উদ্ভূত জনগণের পরিবর্তিত প্রত্যাশা বিএনপি ধারণ করছে এবং সেই লক্ষ্যেই দলের রাজনীতি পরিচালিত হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD