Logo

‘হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫৪
7Shares
‘হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত’
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন | ফাইল ছবি

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে পাঠানোর বিষয়ে ভারতের কাছ থেকে এখনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম জিয়ার লন্ডন যাত্রা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। খালেদা জিয়ার বিদেশ যাত্রা এয়ারক্রাফটের কারিগরি ত্রুটির কারণে একদিন পিছিয়ে যেতে পারে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে তিনি বলেন, ‘আমরা তো শেখ হাসিনাকে চেয়েছি। তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি।’

তিনি আরও বলেন, এ ধরনের বিষয়ে একদিনে বা সাতদিনে অগ্রগতি হয় না। ‘আমরা অপেক্ষা করব, দেখতে চাই ভারতীয় কর্তৃপক্ষ কী প্রতিক্রিয়া দেয়। একটি প্রতিক্রিয়া আমরা দেখেছি, তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তারা পরীক্ষা করে দেখুক।’

বিজ্ঞাপন

আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়, কারণ তারা কোনো রাষ্ট্র নয়। যেভাবে আমরা মিয়ানমার, থাইল্যান্ড বা ভারতের সঙ্গে রাষ্ট্র হিসেবে আলোচনা করতে পারি, আরাকান আর্মির ক্ষেত্রে তা সম্ভব নয়। তবে এ ধরনের ঘটনা যাতে কমে বা না ঘটে—সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যোগ করেন তিনি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD