Logo

ঢাকায় পৌঁছেছেন ড. জোবাইদা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫১
12Shares
ঢাকায় পৌঁছেছেন ড. জোবাইদা রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছেন তার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে ফিরেছেন শাশুড়ি খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি তদারকি এবং তার লন্ডন যাত্রায় সঙ্গী হওয়ার উদ্দেশ্যে। প্রায় ১৭ বছর পর গত মে মাসে একবার তিনি খালেদা জিয়ার সঙ্গে দেশে এলেও, এবার অসুস্থ শাশুড়িকে বিদেশে নেওয়ার জন্য তার এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে জোবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর খবর পাওয়া গেলেও খালেদা জিয়ার লন্ডন যাত্রা ঘিরে জটিলতা এখনো কাটেনি। আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের পক্ষ থেকে খালেদা জিয়াকে বহনের জন্য যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসার কথা ছিল, তা কারিগরি ত্রুটির কারণে আসছে না।

তিনি আরও জানান, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। তবে খালেদা জিয়ার যাত্রা সম্পূর্ণভাবে নির্ভর করছে তার শারীরিক সক্ষমতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।

মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।”

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD