Logo

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৫, ২২:১৭
12Shares
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে
ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

সেই অনুযায়ী, বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছানোর কথা ছিল। কিন্তু কারিগরি সমস্যার কারণে সেটি এখন কাতার থেকে ঢাকার উদেশ্যে ছাড়েনি।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনকে বহন করার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্ব হবে। এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়ন হলে জানানো হবে।

বিজ্ঞাপন

আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, আজ (বৃহস্পতিবার) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কাতারে আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা ছিল। কিন্তু কারিগরি সমস্যার কারণে সেটি এখন (রাত ১০টা, এই প্রতিবেদন লেখা পর্যন্ত) কাতারেই আছে। ফলে, সেটি কখন কাতার থেকে ছেড়ে আসবে, তা এখনও জানা যায়নি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD