Logo

হাদির জানাজার শেষে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৬
8Shares
হাদির জানাজার শেষে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে উপস্থিত জনসাধারণকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) জানাজার আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

জাবের বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে সপ্তাহব্যাপী তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি করেন তিনি।

এর আগে, জানাজার শুরুতে ধর্ম উপদেষ্টা হাদির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এবং হাদির বড় ভাই। শেষপর্যায়ে হাদির বড় ভাইই জানাজার নামাজে ইমামতি করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD