Logo

তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ দেওয়ার উদ্যোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭
12Shares
তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ দেওয়ার উদ্যোগ
ফাইল ছবি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় ফিরছেন। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে ফেরা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। তাকে ভিভিআইপি ঘোষণা করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠানো হয়েছে।

এর আগে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করে সরকার। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো তাঁর নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

একই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ভিভিআইপি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ ক্ষেত্রে তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত রাখার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে সরকার, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

একটি গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে ভিভিআইপি প্রটোকল দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানকে ভিভিআইপি প্রটোকল দেওয়ার চিন্তা করছে সরকার। তার প্রটোকলে এসএসএফ নিয়োজিত থাকার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরও কাজ করছে। তিনি নিরাপত্তায় এসএসএফ সুবিধাও পাবেন।’

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এ ফ্লাইটেই তারেক রহমানসহ তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন বলে জানা গেছে। তারেক রহমানকে বহনকারী এই ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন- জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম জিনিয়া।

বিমান সূত্রে জানা গেছে, গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তায় সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ জানিয়েছে।

এর আগে গত ২ মে একই কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক এবং মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

এভারকেয়ার হাসপাতালে শারীরিকভাবে ‘সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে তা কার্যকরের জন্য নির্দেশনা দিয়েছিল অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্ত জানিয়েছিলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ওয়াহিদউদ্দিন মাহমুদ সে সময় বলেন, ‘বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

বিজ্ঞাপন

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সময় সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, তাঁর বর্তমান শারীরিক অবস্থা, নিরাপত্তা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে—তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি একই ধরনের নিরাপত্তা সুবিধা পাবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সেই দিকেই এগোচ্ছে সরকারের ভাবনা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD