Logo

দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
২২ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩৫
7Shares
দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
ছবি: প্রতিনিধি

দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতৃবৃন্দরা।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় হাকিমপুর উপজেলা কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাব্বির হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান আলী চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

বিজ্ঞাপন

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হাকিমপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের মানুষের কাছে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা। আমরা বিশ্বাস করি এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।

হাকিমপুর উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান বলেন, এই আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি’র প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাব্বির হোসেন বলেন, নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিএনপি’র নেতৃবৃন্দরা দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD