Logo

তারেক রহমানের সংবর্ধনায় ঢাকায় আসবেন ৫০ লাখ মানুষ: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৪:২৯
9Shares
তারেক রহমানের সংবর্ধনায় ঢাকায় আসবেন ৫০ লাখ মানুষ: রিজভী
ছবি: সংগৃহীত

ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ৩০০ ফিট এলাকায় প্রস্তুত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন করতে এসে রিজভী বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান আসছেন। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসা শুরু করেছে। সুতরাং, ২৫ ডিসেম্বরের দিনটি মহামিলন ও মহোৎসবে পরিণত হবে। আমরা এতে সম্পূর্ণ আশাবাদী।

তিনি আরও জানান, সংবর্ধনা অনুষ্ঠানের পর তারেক রহমান তার মা, দীর্ঘদিন নিপীড়ন ও শারীরিক কষ্ট সহ্য করা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রী খালেদা জিয়াকে দেখে তিনি বাসায় যাবেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, এরপর দলের।

এরই মধ্যে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব স্তরে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমর্থকরা প্ল্যাকার্ড ও স্লোগান হাতে মঞ্চে উপস্থিত হয়ে নেতাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন

মঞ্চের সামনে পুলিশকে পাশাপাশি টহল দিতে দেখা যাচ্ছে সেনাবাহিনীর সদস্যদের। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চের বিভিন্ন স্থানে সময়ে সময়ে সেনাবাহিনীর টিম গাড়ি করে পর্যবেক্ষণ করছেন।

বিএনপির শীর্ষ নেতৃত্ব আশা করছে, ২৫ ডিসেম্বরের সংবর্ধনা অনুষ্ঠানটি রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে দলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে এবং জনসমাগমের মাধ্যমে দলের শক্তি ও ঐক্য প্রদর্শিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD