সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন ফখরুল-রিজভী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এই দৃশ্য ধরা পড়ে।
সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, আমরা কখনো ভাবিনি এমন কিছু হতে পারে। আশা করছিলাম, তিনি আগের মতো আবার সুস্থ হয়ে উঠবেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ড. শাহাবুদ্দিনের ঘোষণায় জানা গেছে, আজ ভোর ৬টায় গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতীয় নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ফখরুল বলেন, এই শোক ও ক্ষতি অপূরণীয়। এই শূন্যতা জাতি কখনো পূরণ করতে পারবে না।
তিনি আরও বলেন, যে নেত্রী সারাজীবন জনগণের অধিকারের জন্য, দেশের কল্যাণের জন্য তার জীবন উৎসর্গ করেছেন, তিনি আমাদের মাঝে আর নেই। বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যতা তৈরি হলো। গণতান্ত্রিক আন্দোলনেরও একটি বড় শূন্যতা তৈরি হলো।
বিজ্ঞাপন
রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেন, সংকটের সময়ে শোকে মাথার ওপর মায়ের একটি ছায়া থাকে। আজকে জাতি সে ছায়া থেকে বঞ্চিত হলো। তিনি অসুস্থ ছিলেন, হাসপাতালেও ছিলেন, তবু আমাদের মনে হতো, একজন মা তো আছেন। এই ভাবনা আমাদের শক্তি দিত।
রিজভী আরও বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ সময় নেত্রীর নেতৃত্বে আমরা বেড়ে উঠেছি। এত তাড়াতাড়ি তার বিদায় বেদনাদায়ক। এই শোক ও সংকট কাটিয়ে ওঠা জাতির জন্য খুবই কঠিন। এত নিপীড়ন সহ্য করার পরও, চোখের সামনে সন্তানের লাশ দেখেও তিনি শুধু দেশ এবং গণতন্ত্রের জন্য অটল মনোবল ধরে রাখেন। সারা দেশ এবং বিশ্ব এই নিপীড়িত নেত্রীর জন্য গভীর শোক প্রকাশ করছে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে নেতাদের আবেগঘন বক্তব্যে স্পষ্ট হয়ে উঠে, খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।








