Logo

খালেদা জিয়ার শৈশব কাটানো সেই স্মৃতিময় বাড়ি ‘তৈয়বা ভিলা’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৪:১৪
5Shares
খালেদা জিয়ার শৈশব কাটানো সেই স্মৃতিময় বাড়ি ‘তৈয়বা ভিলা’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শহরের মানুষের কাছে তিনি শুধুমাত্র একজন জাতীয় নেত্রীই ছিলেন না, বরং স্থানীয় কন্যা হিসেবে তার শৈশবের স্মৃতিও জীবন্ত।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার শৈশব কাটানো বাড়িটি ‘তৈয়বা ভিলা’ নামে পরিচিত, যা তার মায়ের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল। ১৯৫৪ সালে তিনি দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন এবং ১৯৬০ সালে এসএসসি পাস করেন।

বর্তমানে ওই ভিলা ভবনটি ‘ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার’ হিসেবে ব্যবহৃত হলেও দ্বিতীয় তলায় তার এবং তার বাবা-মায়ের থাকার কক্ষগুলো সংরক্ষিত রয়েছে। দীর্ঘদিন ধরে এই কক্ষগুলো কারিনা বেওয়া নামের এক বৃদ্ধা দেখাশোনা করছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা স্মৃতিচারণে জানান, তৈয়বা ভিলা ছিল খালেদা জিয়ার শৈশবের অমলিন স্মৃতির কেন্দ্র। প্রতিবেশীরা বলছেন, তিনি আমাদের এলাকায় বড় ছিলেন, পরিবারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। তার বিদায়ের খবর শুনে আমরা শোকাহত।

খালেদা জিয়ার খালাতো ভাই আবু তাহের আবু বলেন, আমি আপার থেকে ছোট, জন্মের পর তিনি চলে গেছেন। আমাদের বাবা-মা আমাকে অনেক আদর করতেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

বিজ্ঞাপন

দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন বলেন, আমরা গর্বিত যে দেশের তিনবারের প্রধানমন্ত্রী আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী। তার স্মৃতি আমাদের মধ্যে চিরকাল অমলিন থাকবে।

দিনাজপুরবাসী এবং তার আত্মীয়-স্বজনেরা খালেদা জিয়ার শৈশব স্মৃতি স্মরণ করে এবং দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে তার অবদান চিরস্মরণীয় হিসেবে ধারণ করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD