খালেদা জিয়ার মৃত্যুতে চরমোনাই পীরের গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের মাধ্যমে পাঠানো এক বার্তায় পীর সাহেব চরমোনাই বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক চর্চা ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
বিজ্ঞাপন
পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে ছিল হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছিল তার চিকিৎসা। এক পর্যায়ে বিদেশে উন্নত চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
পীর সাহেব চরমোনাইয়ের শোকবার্তা দেশের রাজনৈতিক ও ধর্মীয় মহলে খালেদা জিয়ার অবদানের গুরুত্ব এবং তার মৃত্যুতে সৃষ্ট শূন্যতার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনার প্রতিফলন।








