খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জিয়া পরিষদের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিয়া পরিষদ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে শোকবার্তা জানান জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফ ও মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন।
শোকবার্তায় বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আপোষহীন সফল নেতা, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়া দেশের জন্য অবিস্মরণীয় অবদান রেখে গেছেন।
বিজ্ঞাপন
শোকবার্তায় তারা বলেন, খালেদা জিয়া সারা জীবন জনগণের পক্ষে কাজ করেছেন। যখন বাংলাদেশের গণতন্ত্র বিপদগ্রস্ত ছিল, তখন তিনি সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘ আট বছর রাজপথে সংগ্রাম চালিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবন ছিল সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।
জিয়া পরিষদের শীর্ষ নেতারা আরও বলেন, দেশের সকল প্রকার উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তারা মরহুম নেত্রীর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন, মহান আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।
বিজ্ঞাপন








