চাঁদাবাজি বন্ধে ‘কঠোর অবস্থান’ নেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

দেশে চাঁদাবাজি বেড়ে যাওয়ার অভিযোগ তুলে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজি পরিহার না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনকে কেন্দ্র করে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান বলেন, দেশে চাঁদাবাজি যেন এক ধরনের পেশায় পরিণত হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনসভায় উপস্থিতদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, কেউই চাঁদাবাজের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখতে চান না—এটাই প্রমাণ করে সমাজে এই কাজ কতটা ঘৃণিত।
চাঁদাবাজির সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে তিনি বলেন, এ পথ ছেড়ে সৎ ও বৈধ উপার্জনের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন তারা। তিনি দাবি করেন, সৎ জীবিকার সুযোগ তৈরিতে তার দল সহযোগিতা করবে।
বিজ্ঞাপন
একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি চাঁদাবাজি থেকে সরে না আসে, তাহলে তাদের প্রতি ‘লালকার্ড’ দেখানো হবে—অর্থাৎ দলীয়ভাবে কোনো ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজিকে তিনি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট কাজ বলে উল্লেখ করেন।
জনসভায় তিনি আরও বলেন, তাদের লক্ষ্য দলীয় বিজয় নয়, বরং জনগণের বিজয় নিশ্চিত করা। জনগণ উপকৃত হলেই সেটাকেই তারা নিজেদের সাফল্য হিসেবে দেখেন।








