Logo

‘উদারপন্থি গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের পথেই বিএনপি’

profile picture
জেলা প্রতিনিধি
২৫ জানুয়ারি, ২০২৬, ১৪:০৮
‘উদারপন্থি গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের পথেই বিএনপি’
ছবি: সংগৃহীত

দেশে উদারপন্থি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় বিএনপি—এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সভাস্থলে পৌঁছে মির্জা ফখরুল স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার কথা শোনেন। উপস্থিত ভোটাররা আগের সময়ে নির্যাতন, নিপীড়ন ও জমি দখলের অভিযোগ তুলে ধরেন। এর জবাবে বিএনপি মহাসচিব বলেন, অতীতে জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার জন্য কাজ করেছেন এবং ভবিষ্যতেও জনগণের আস্থার মর্যাদা রাখবেন। জনগণের আমানতের খেয়ানত করবেন না বলেও অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের পরিচয়ে কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটেই সরকার গঠন করতে চায় বিএনপি। তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে অতীতে নেওয়া উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তিনি।

কৃষি খাতের বিষয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য সারের প্রাপ্যতা নিশ্চিত করা হবে এবং সংকট দূর করা হবে। এছাড়া নারী সদস্যদের জন্য বিশেষ পরিবারভিত্তিক কার্ড চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন, যার মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপণ্য ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থাকবে বলে জানান।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD