Logo

নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাছিরের

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৫ জানুয়ারি, ২০২৬, ১৪:৫২
নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাছিরের
নাছির উদ্দীন নাছির | ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপির প্রার্থীদের পক্ষে মাঠে নেমে সংগঠিত প্রচারণা চালিয়ে সংসদে পাঠাতে হবে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে দেশে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয়নি। দীর্ঘদিনের অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে গণআন্দোলনের ধারাবাহিকতায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সরে যেতে বাধ্য করা হয়েছে।

তিনি বলেন, এখন সময় এসেছে জনগণের ভোটে প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করার। ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও উল্লেখ করেন ছাত্রদল নেতা। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়া আজীবন কাজ করে গেছেন। আগামীতে দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে সংসদে পাঠাতে পারলে দেশ আবারও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে।

বিজ্ঞাপন

নাছির আরও অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে জনগণ এসব বিভ্রান্তিমূলক প্রচারণা প্রত্যাখ্যান করবে।

এছাড়া নির্বাচনে ‘টিকিট বাণিজ্য’ নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এসব অনিয়ম এখন আর মানুষের অজানা নয়। ইসলামকে ব্যবহার করে অপরাজনীতির জবাব বাংলাদেশের জনগণ ১২ তারিখ দেবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD