Logo

‘ক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে’

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৫ জানুয়ারি, ২০২৬, ১৪:২১
‘ক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে’
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে আয়োজিত যুব সংলাপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব ক্ষেত্রে পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে যুব সংলাপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে যুব সংলাপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, দুর্নীতি সহ্য করা হবে না, সরকারের পক্ষ থেকে এমন বার্তা গেলে দেশে অনিয়ম-দুর্নীতি ৩০ শতাংশ কমে যাবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিএনপি প্রধান শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তরুণদের পরামর্শ গ্রহণ করেন তিনি।

পলিসি টক শেষে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে, কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ ও দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এরপর নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD