ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে জামায়াতের শীর্ষ নেতারা

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা। ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, কূটনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।
বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মানু ভার্মার আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সিভিল সোসাইটির প্রতিনিধিরা এতে যোগ দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানস্থলে হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতের সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান। এ সময় মিয়া গোলাম পরওয়ার দলের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি দুই দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন মহলের প্রতিনিধিরা অংশ নেন।








