Logo

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে জামায়াতের শীর্ষ নেতারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৬, ১২:৫৯
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে জামায়াতের শীর্ষ নেতারা
ছবি: সংগৃহীত

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা। ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, কূটনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মানু ভার্মার আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সিভিল সোসাইটির প্রতিনিধিরা এতে যোগ দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানস্থলে হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতের সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান। এ সময় মিয়া গোলাম পরওয়ার দলের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি দুই দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন মহলের প্রতিনিধিরা অংশ নেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD