Logo

‘বিএনপি খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেননি কেন’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৮:১০
‘বিএনপি খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেননি কেন’
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিএনপি সরকারকে দুর্নীতির জন্য দায়ী করা হলেও সেই সময় সরকারের অংশ থাকা অন্য একটি রাজনৈতিক দলের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বিকেল ৪টা ৩ মিনিটে স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন তিনি।

বিজ্ঞাপন

বক্তব্যে তারেক রহমান বলেন, একটি দল বর্তমানে বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে। তবে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে সেই দলটির দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। বিএনপি সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে তারা তখন কেন মন্ত্রিত্ব ছাড়েননি— এমন প্রশ্ন তোলেন তিনি।

তিনি দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন বলেই কেউ পদত্যাগ করেননি। আন্তর্জাতিক পরিসংখ্যানের উল্লেখ করে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময় দেশে দুর্নীতি বেড়েছিল, আর বিএনপি ক্ষমতায় এলে পরিস্থিতির উন্নতি হয়।

বিজ্ঞাপন

সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বিকেল ৪টা ২৬ মিনিটে বক্তব্য শুরু করে ৪টা ৫২ মিনিটে শেষ করেন তিনি। বক্তব্য শেষে তার গাড়িবহর গাজীপুরের উদ্দেশে রওনা দেয়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি ভোটের দিন সকালে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ফলাফল পর্যবেক্ষণের কথাও বলেন। আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় ময়মনসিংহের তারাকান্দাকে পৌরসভায় উন্নীত করার দাবি তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

এর আগে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বক্তব্য রাখেন। তারা দলীয় বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের একটি বড় অংশ মধ্যবয়সী ছিল বলে সরেজমিনে দেখা গেছে। অনেকেই অতীতের বিভিন্ন রাজনৈতিক সমাবেশের স্মৃতিচারণ করেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD