Logo

‘আমি শুধু চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৮:৪০
‘আমি শুধু চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি’
ছবি: সংগৃহীত

ঢাকা ৮ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “ শুধু চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটাকেই এখন হুমকি হিসেবে বলা হচ্ছে। সব দোষ আমাকে দেওয়া হচ্ছে।” মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চলাকালীন তিনি এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, “আমি তোমাদের বয়সে ঢাকা শহর দাপিয়ে বেড়িয়েছি। শহরজুড়ে আমার বন্ধু ও আত্মীয় আছে। ভোট চাইব, তুমিও চাইবে—এটাই স্বাভাবিক। কিছু মানুষ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, অথচ নির্বাচনের দায়িত্বশীলতা ও এলাকার সেবা কারো দেখার নেই।”

তিনি বলেন, “আমি ১৯৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি। আন্দোলন-সংগ্রামে পুলিশের হামলা বা বাধার সময়ও জনগণের পাশে ছিলাম। অন্যরা কি সেই সাহস দেখিয়েছে? আমি কখনো মিথ্যা আশ্বাস দিইনি, কাউকে ক্ষতি করার উদ্দেশ্যেও কথা বলি না।”

বিজ্ঞাপন

একজন বলছে চাঁদাবাজি না কমালে লাল কার্ড দেখাবে। আরে চাঁদাবাজিতো আপনারা করছেন। চাঁদাবাজি তকমা দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন। চাঁদাবাজদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না। যারা লাল কার্ড দেখানোর কথা বলছেন ১২ তারিখে জনগণই আপনাদের লাল কার্ড দেখাবে। 

মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশে বিএনপিকে দায়ী করা হচ্ছে প্রতিটি সমস্যার জন্য, অথচ দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনই অশান্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, “ভাবা হচ্ছে বিএনপি ক্ষমতায়—যেভাবে আওয়ামী লীগকে সরানো হয়েছে, সেভাবেই বিএনপিকেও তাড়ানোর চেষ্টা চলছে। বিএনপি কখনো বানের জলে ভেসে আসেনি।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD